|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার উপস্থিত সদস্যদের প্রস্তাব সমর্থন ও সমঝোতার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হচ্ছে- মোহাম্মদ গোলাম সাদেক, ইয়ার আহমেদ মজুমদার, মো: তাজুল ইসলাম,হরে কৃষ্ণ সরকার (দশরথ) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে পূর্নিমা রানী চৌধুরী নির্বাচিত হন।
এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে ইউপি সদস্য আব্দুল খালেকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী,দাতা সদস্য ডা: স্বাধীন চন্দ্র চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার,সমাজ সেবক বাবুল সর্দার,মাহবুব আলম,সাবেক অভিভাবক সদস্য মো: আমান উল্যাহ প্রমুখ।
ছবি : কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে নব নির্বাচিত সদস্যবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.