|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে নতুন পুলিশ সদস্যদের বরণ করলেন ওসি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ সদস্যদের মিষ্টি মুখ করিয়ে বরণ করেন। মঙ্গলবার ( ১৬ জুলাই) সকালে রামগঞ্জ থানা প্রাঙ্গণে রামগঞ্জ উপজেলা থেকে নিয়োগ প্রাপ্ত ২৬ জন পুলিশ সদস্যকে বরণ করা হয়।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) এস আই ফজলুল হকের সঞ্চালনায় রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন সদ্য পুলিশে যোগদানকারী সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও প্রেরণা মূলক বক্তব্য দেন।
এসময় রামগঞ্জ থানার ওসি পুলিশ সদস্যদের বলেন, তোমাদের হাতে রয়েছে অফুরন্ত সুযোগ। আর এ সুযোগ কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়বে দেশ-মাতৃকার সেবায়। মনে রাখবে, তোমাদের ওপর দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্বভার তুলে দিয়েছে সরকার।
আর তোমরা যদি সততার সাথে কাজ করো তাহলে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে পারবে। চাকরির পাশাপাশি পড়ালেখার দিকে মনোযোগ থাকলে একসময় তোমরা আরো বড় অফিসার হতে পারবে। কখনো অন্যায়ের সাথে আপস করো না।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার এস আই সঞ্জয় রায়, এস আই জহির উদ্দিন, এস আই কাউসারজ্জামান, এ এস আই আবদুল হান্নানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.