|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বিএমএসএফের ৭ম প্রতিষ্টাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকারঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফে)৭ম প্রতিষ্টাবার্ষিকী পালন উপলক্ষে নান্দাইল উপজেলা শাখার অায়োজনে ১৫ জুলাই সোমবার বিকাল ৫ টায় নন্দন রেষ্ট্রুরেন্টের ভিঅাইপি কর্ণারে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কেক কাটা ও এক অালোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক,জ্যেষ্টসাংবাদিক, লেখক গবেষক ও অনলাইন এক্টিভিষ্ট,নান্দাইল টাইমস ২৪ ডট কমের সম্পাদক মোহাম্মদ ফজলুল হক হক ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি,বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক, সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল,নিউনেশন পত্রিকার নান্দাইল প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক প্রফেসর মাহবুবুর রহমান বাবুল,মানবজমিন প্রতিনিধি,সিনিয়র সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন।গণমাধ্যমকর্মী অারো যারা উপস্থিত ছিলেন তারা হলেন হুমায়ুন কবীর ভুঁইয়া যায় যায় দিন, এসএ রুহুল অামিন নতুন সময়টিভি,অাবু হানিফ সরকার প্রতিদিনের কাগজ,শফিকুল বজ্রশক্তি, ,জিন্নাতুল ইসলাম মিলন দৈনিক শাশ্বত বাংলা, ,মিন্টু মিয়া বার্তা সম্পাদক অনলাইন অামাদের নান্দাইল,রাসেল মিয়া নিজস্ব প্রতিবেদক নান্দাইল টাইমস ২৪ডট কম , মিজানুর রহমান,রিপন বর্মণ প্রমূখ গণমাধ্যমকর্মীরা।
কেক কাটা পর্বশেষে বিএমএসএফের নান্দাইল শাখার সিনিয়র সহসভাপতি হাজী রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় এক অালোচনা সভা অনুষ্টিত হয়।অালোচনা সভায় বক্তাগণ সাংবাদিকতায় দূবৃত্তপনা বন্ধ করতে এবং সাংবাদিকদের রুটি রুজির জন্য অবিলম্ভে বিএমএসএফের পেশ করা ১৪ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.