|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে বিএমএসএফ ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী সংবর্ধনা ও আলোচনাসভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০১৯
সোনাগাজী প্রতিনিধি:- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সোনাগাজী শাখার উদ্যোগে ১৫ই জুলাই বিকেল ৪টায়, বিএমএসএফ ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও ফেনী জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তদের সংবর্ধনা এবং সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করা ও বিএমএসএফ এর ১৪ দফা দাবী বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সোনাগাজী শাখার সভাপতি গাজী মোহাম্মদ হানিফ এর সভাপতিত্ব এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, প্রধান আলোচক ছিলেন- ফেনী জেলা বিএমএসএফ সহসভাপতি সৈয়দ মনির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক তৃতীয় মাত্রা ফেনী জেলা প্রতিনিধি- বিএমএসএফ সহ-সভাপতি জহিরুল হক খান সজিব, নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ, ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ শুকলাল দেবনাথ, মধ্য চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন । আরো উপস্থিত ছিলেন- দৈনিক খবরপত্র সোনাগাজী প্রতিনিধি ও বিএমএসএফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন, দৈনিক দেশেরপত্র প্রতিনিধি এস এন আবছার সোহাগ, বাংলাদেশ সাহিত্য পরিবারের সভাপতি ও সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সিনিয়র সহসভাপতি কবি মহিউদ্দিন খোকন, অনলাইন নিউজ পোর্টাল দেশের গর্জন প্রতিনিধি আবদুর রহিম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সহকারী পরিচালক আবু মুছা তুহিন, দৈনিক প্রভাতী খবর প্রতিনিধি আফতাব হোসেন মমিন ভূঞাঁ সহ কবি ও সাংবাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনাসভায় সাংবাদিক নেতৃবৃন্দ সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ করা ও সাংবাদিক সুরক্ষা আইন পাশ সহ বিএমএসএফ ঘোষিত ১৪দফা দাবী বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.