|| ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
শাহরাস্তিতে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০১৯
হাসানুজ্জামান,চাঁদপুর থেকেঃ
জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা চত্তরে উপজেলা প্রতিনিধি সহকারী প্রভাষক মোঃ আবুল কালামের নেতৃত্বে এক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্লাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আহসান উল্লাহ্ চৌধুরী, পশু সম্পদ কর্মকর্তা দুলাল চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা মোঃ সাফায়েল হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
র্যালী শেষে এক আলোচনা সভায় আলোচকগন বলেন, দৈনিক যায়যায় দিন পত্রিকাটি শাহরাস্তিতে বিভিন্ন অনিয়ম,অসামাজিক কর্মকান্ড ও নানান অসংগতি তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দারুন ভূমিকা পালন করেছে। এই পত্রিকার স্থানিয় প্রতিনিধি মোঃ আবুল কালাম নির্বিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনে যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন।
পত্রিকাটির সুদূর আগামীর পথচলা সফলতার সাথে সাফল্য বয়ে আনুক এমন প্রত্যাশাই করেন তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.