|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন সময়মত না দেয়ায় ব্যাখ্যা চেয়ে প্রেসিডেন্ট বরাবর চিঠি -দৈনিক বাংলা অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০১৯
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন সময়মত না দেয়ায় ব্যাখ্যা চেয়ে প্রেসিডেন্ট বরাবর ২৩ জুন ২০১৯ তারিখে চিঠি দিয়েছেন গধঢ়ষব ঈড়হংড়ষরফধঃরড়হং ষঃফ. এর এমডি মফিজুর রহমান চৌধুরী। চিঠিতে তিনি উল্লেখ করেন- সংঘবিধি মোতাবেক সদস্যদের ভোটের মাধ্যমে দুই বছর মেয়াদী একটি পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডিরেক্টর্স) নির্বাচিত হবে। অর্থাৎ প্রতি দুই বছর পর পর বোর্ড অব ডিরেক্টর্স নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিকতায় বিগত ১০ আগস্ট ২০১৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ১৭ আগস্ট ২০১৭ তারিখে আপনারা (বর্তমান পরিষদ) দায়িত্বপ্রাপ্ত হন। আর সে অনুযায়ী আপনাদের বর্তমান পরিষদের মেয়াদ শেষে ০৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে নতুন নির্বাচন হওয়ার কথা। সংঘবিধির ৪৮ ধারা অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার অন্যূন ১৫ দিন পূর্বে নির্বাচন সম্পন্ন করা এবং তারও অন্ততঃ ৯০ দিন পূর্বে ৫১(এ) ধারা মোতাবেক নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করার বাধ্যবাদকতা রয়েছে। উল্লেখিত বিধি ও পরিসংখ্যান মোতাবেক বিগত ০৩ জুন ২০১৯ তারিখ বা তার পূর্বেই নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ড গঠন করার কথা ছিল। আপনারা বর্তমান পরিষদ অদ্যবদি উক্ত কাজটি করেননি যা সম্পূর্ণভাবে আইনের পরিপন্থী। আমরা সাধারণ সদস্য/ ভোটারগণ সাংগঠনিক কার্য পরিচালনায় আপনাদেরকে যে ম্যান্ডেট দিয়েছিলাম তা রক্ষা করতে আপনারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন বলে আমরা মনে করি। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া কেন শুরু করা হলো না আমাদের সংগঠনের স্বার্থে তা সকল সদস্যকে জানানোর জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি। এ ব্যাপারে নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন জানান- বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন এর বর্তমান কমিটি গঠনতন্ত্র তোয়াক্কা না করে ক্ষমতা আগলে ধরে রাখার অপচেচেষ্টা করছে। সঠিক সময়ে নির্বাচন দিচ্ছে না, এতে করে আমাদের সংগঠনের ভিতর নানান ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা চাই অতি দ্রুত বর্তমান কমিটি ভেঙে নির্বাচনের তফসিল ঘোষনা করা হোক। তা না হলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। এ ব্যাপারে সংগঠনের চেয়ারম্যান মাহবুব আনামের নিকট জানতে চেয়ে তার মুঠো ফোনে কল দিনে তিনি ফোনটি রিসিভ করেননি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.