|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে ঘূর্ণিঝড়ে গাছ চাপায় স্কুল ছাত্র নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের উপর দিয়ে সোমবার ভোররাতে বয়ে যাওয়া এক ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে ঘরের উপর পড়লে মৃত হাদিস মিয়ার পুত্র অরণ্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মো. রুমন মিয়া (১০) ঘরচাপায় ঘটনাস্থলেই মারা যায়। পিতা-মাতা হারা এতিম এই ছাত্রটিকে চাচাতো ভাই এরশাদ মিয়া লালন-পালন করতো।
নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহের জেলা প্রশাসকের পক্ষে শিশুটির দাফন-কাপনের জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম ঘটনাস্থলে পৌছে তাৎক্ষনিক নগদ ২০ হাজার টাকা অভিভাবকের নিকট প্রদান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.