|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও বিশিষ্ট সমাজসেবক আহমেদুজ্জামান ডাবলু’র মৃত্যুতে অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর এর শোক প্রকাশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০১৯
মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র, দিনাজপুর শহর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ১১ নং ওয়ার্ড কাউন্সিলার, দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি নিবাসী ও বিশিষ্ট সমাজসেবক আহমেদুজ্জামান ডাবলু ১৩ জুলাই, ১৯ শনিবার আনুমানিক রাত সাড়ে ১০ টায় জিয়া হার্ট ফাউন্ডেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন " অম্বিকা সাহিত্য সম্ভার "এর সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ-সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ডোফুরা) সহ অম্বিকা পরিবারের সকল সদস্যবৃন্দ।
১৪ জুলাই, ১৯ রবিবার বাদ আছর মরহুমের নামাজে যানাজা দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে যানাজা শেষে ফরিদপুর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
তাঁর জানাজার নামাজে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলে, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.