|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার কাদলা ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের তালিকাভূক্ত যাচাই বাছাই কার্যক্রম উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুলাই, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়ার কাদলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের তালিকাভূক্তকরণ ও যাচাই বাছাই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ওই ইউনিয়নের গুলবাহার বাজারস্থ ভূমি অফিসের কার্যালয়ে এ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, কাদলা ইউনিয়ন চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লালু। কাদলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: নুরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাচার ইউনিয়ন ভূমি কর্মকর্তা এস.এম আলী আশ্রাফ প্রধান, বিতারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বাজার ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। কচুয়া : কচুয়ার কাদলা ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের তালিকাভূক্তকরণ ও যাচাই বাছাই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.