|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে আশিক (১ বছর ৩ মাসের) এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলার শ্রীধরবাটি পলাশডাঙ্গা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটি ওই গ্রামের সানাউল্লাহর ছেলে।
জানা গেছে, ঘটনার দিন ওই শিশু বাসার অদুরে বসে খেলা করছিল।
এক সময় সে সবার অজান্তে বাড়ীর সাথেই লাগানো পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষন পর বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করে শিশুকে না পেয়ে পুকুরের পানিতে জাল ফেললে জালে ডুবন্ত শিশুটি উঠে আসে।
সংবাদ জানাজানি হলে উপজেলার গোয়ালা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মুকুল থানায় সংবাদ দেয়।
খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.