|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ভিক্ষুক পূনর্বাসন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানে ৬০ পিচ ফুটবল ও ৭ জন ভিক্ষুকের মাঝে ২৮ টি ভেড়া বিতরন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও তিলনা ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার দুপুরে ভিক্ষুক পূনর্বাসন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার প্রমুখ। এ সময় সেখানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সূধীজন, সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.