|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নিখোঁজ শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ওসি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নিখোঁজ শিশু নুর মোহাম্মদকে (বয়স ১৭ মাস) উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।
(১৪ জুলাই) রবিবার সকাল ৯টায় শিশু নুর মোহাম্মদকে মা নাছিমা বেগমের নিকট ফিরিয়ে দেয় রামগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গত ২০১৬ সালে কক্সবাজার জেলার পেকুয়া থানার মুক্তার আহমেদের মেয়ে নাছিমা বেগম এর সাথে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুরের আবদুল মান্নানের ছেলে মো: জামালের সাথে বিবাহ সম্পন্ন হয়।
কিন্তু নাছিমার পরিবার কিংবা নাছিমা তার শ্বশুর বাড়ীর সঠিক ঠিকানা জানতো না।
গত ১৬/১৭ দিন আগে স্বামী-স্ত্রী ঝগড়ার রেশ ধরে স্বামী জামাল তাদের (১৭ মাসের) পুত্র সন্তান নুর মোহাম্মদকে নিয়া রামগঞ্জে পালিয়ে আসে।
এদিকে হারানো সন্তানের বিরহে পাগল প্রায় নাছিমা বেগম হন্যে হয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নিকট ছুটে আসে। দরিদ্র মাকে সন্তান খুজেঁ বের করে সহায়তার জন্য ওসি থানার উপ-পরির্দশক (এসআই) মুহাম্মদ কাওসারুজ্জামানকে নির্দেশ দেয়। কাওসারুজ্জামান রাত ভর অভিযান পরিচালনা করে শিশু নুর মোহাম্মদকে উদ্ধার করে।
রবিবার সকাল ৯টার দিকে হারানো সন্তান নুর মোহাম্মদকে মা নাছিমা বেগম এর নিকট ফিরিয়ে দেয় ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় হারানো বুকের ধন ফিরে পাওয়া মায়ের হাসি ও কান্নার সংমিশ্রনে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কারও সাথে আত্মীয়তা করার আগে আত্মীয়দের সঠিক ঠিকানা ও তাদের সম্পর্কে যাচাই করা জরুরী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.