|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহারে ছদ্মবেশে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ছদ্মবেশে ২ গ্রাম হিরোইন ও ৫০ গ্রাম গাঁজা সহ রেনুকা (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার তুড়ীপাড়ার মাদক বিক্রেতা রেনুকা কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মাদক বিক্রেতা রেনুকা তুড়িপাড়ার রবিদাসের স্ত্রী বলে জানা গেছে।
থানা সুত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার ও মোজাম্মেল হক আম ব্যাবসায়ী সেজে ওই মাদক বিক্রেতার বাড়ীতে যায়। এ সময় মাদক বিক্রেতা রেণুকা তাদের জন্য তার ঘর হতে ৫০ গ্রাম গাঁজা ও ০২ গ্রাম হেরোইন নিয়ে আসে। পরে ওই নারী মাদক বিক্রেতাকে পুলিশ তাদের পরিচয় দেয় এবং থানায় সংবাদ দিলে থানা থেকে মহিলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক বিক্রেতা রেণুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
অপরদিকে সকাল সাড়ে ৮ টার দিকে জয়পুর পেট্রোল পাম্প এলাকায় জয়পুরের আ: জব্বারের পুত্র আব্দুস সালামকে ২ গ্রাম হিরোইন সহ এসআই ফারুক গ্রেফতার করে।
এ বিষয়ে সাপাহার থানায় মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.