|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
রাজধানীতে কর্মচারী কল্যাণ পরিষদের বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০১৯
স্টাফ রিপোর্টারঃ বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে কর্মচারী কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ আইজিএ প্রকল্পে চুক্তি ভিত্তিক ৪৩১ জন জনবলের মার্চ ২০১৯ থেকে জুলাই ২০১৯ পর্যন্ত বেতন পাননি। এক পর্যায়ে তারা উচ্চ আদালতের ধারস্ত হন। উচ্চ আদালতের রিট নং ১৪৪৭/১৯* রিট নং ৪২৬৯/১৯* এবং রিট নং ২৬৪/১৯*। এতে আদালত উক্ত প্রকল্পের সকল কর্মচারীদের বেতন, উৎসব ভাতা, ও নববর্ষ ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্টকে আদেশ জারি করেন। উচ্চ আদালতের আদেশকে বুড়ি আঙ্গুল দেখিয়ে কোন প্রকার ভুরুক্ষেপ করছেন না মহিলা বিষয়ক অধিদপ্তর। মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক ( আই জি এ) প্রশিক্ষণ শীর্ষক” প্রকল্পের অফিস এটেনডেন্ট ও ড্রাইভার পথগুলো আউটসোর্সিং পদ্ধতির পরিবর্তে সর্ব সাকুল্যে বেতন ভিত্তিতে বহাল চান তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.