|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে নবরূপী’র উদ্যোগে ১৫৮তম রবীন্দ্র ও ১২০তম নজরুল জন্ম-জয়ন্তী পালিত
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০১৯
মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর (সদর) প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার ।।
১২ জুলাই, ১৯ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দিনাজপুর নবরূপী'র উদ্যোগে নিজ প্রাঙ্গনে ১৫৮তম রবীন্দ্র ও ১২০তম নজরুল জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
নবরূপী'র সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ এর সন্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন সাধারণ-সম্পাদক মেহেরুল্লাহ্ বাদল, সহ সাধারন-সম্পাদক সিফাত ই জাহান শিউ, কোষাধ্যক্ষ বাবু রনজিত কুমার সিংহ, অধ্যাপক কামরুজ্জামান, লেখক ও কবি ড. মাহমুদুল হক।
সাংস্কৃতিক পর্বে সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ এর নির্দেশনায় সম্মেলন সংগীত পরিবেশন করে নবরূপী'র শিশু শিল্পীরা।
এবং একক সঙ্গীত পরিবেশন করেন ডাঃ শহীদুল ইসলাম খান, নজরুল ইসলাম, রাবেয়া বসরী, সন্ধা দাস, রেখা শাহ, শিউলী দে, আবুল কালাম আজাদসহ অন্যান্য শিল্পীবৃন্দ। তবলায় সহযোগিতা করেন নবরূপী'র প্রশিক্ষন সম্পাদক কামাল শরিফুল আলম বাবু ও প্রচার সম্পাদক রকিব হাসান রানা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.