|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার চৌমুহনী বাজারে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥ চাঁদপুরের কচুয়ার চৌমুহনী বাজারে দেশ ব্যাপী শিশু ধর্ষন,নারী নির্যাতন,হত্যা,মাদক কারবারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার ১১টা থেকে ১২টা পর্যন্ত কচুয়া-কাশিমপুর সড়কের চৌমুহনী বাজারে স্থানীয় ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ছাত্রলীগ নেতা মো: শরীফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি: মোহাম্মদ হোসেন,নর্থ সাউথ ইউনির্ভাসিটির অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল,কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,কালচোঁ ইউপি চেয়ারম্যান মানিক প্রধানীয়া,চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসার মোস্তাফিজুর রহমান,প্রভাষক সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা দেশ ব্যাপী বিভিন্ন সময়ে ঘটে যাওয়া শিশু ধর্ষনকারী,নারী নির্যাতনকারীদের নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। কচুয়া: শিশু ধর্ষনকারী,নারী নির্যাতনকারীদের নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধনের একাংশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.