|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে সামাজিক অবক্ষয় রোধে নকীব সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০১৯
গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজী (ফেনী) প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার:
সোনাগাজীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নকীব সাংস্কৃতিক ফোরামের সামাজিক অবক্ষয় রোধে সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা শুক্রবার সকালে সোনাগাজী পৌরসভাস্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন রিপনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়াজীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- দৈনিক কালেরকণ্ঠের সোনাগাজী প্রতিনিধি নকীব সাংস্কৃতিক ফোরামের উপদেষ্টা শেখ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি জাবেদ হোসেন মামুন, সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আকবর হোসাইন, মারকায উমর রা. মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, সওদাগর হাট দারুল উলুম ফারুকিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আহসান উল্যাহ, দৈনিক অজয় বাংলার সোনাগাজী প্রতিনিধি ও এসডিএফের উপদেষ্টা মোতাহের হোসেন ইমরান।
আলোচনা সভায় বর্তমান পরিস্থিতিতে সামাজিক অবক্ষয় রোধে সুস্থ সংস্কৃতি বিকাশে বক্তব্য রাখেন, ফেনী মদীনাতুল উলুম কারীমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান ফরহাদ, সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান হাসিব, মতিগঞ্জ কারামতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও সংগঠনের সহসভাপতি জাবের হোসাইন, সোনাগাজী ডেভেলপমেন্ট ফোরাম এসডিএফের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম রিয়াদ, সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরামের সহ দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, নবী উল্লাহ বাজার কওমী মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম, মারকাযুল উলুম ইসলামী একাডেমী ও মহিলা মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক জুনায়েদ হাবীব, বালুয়া চৌমুহনী মাদ্রাসার সিনিয়র শিক্ষক রহমত উল্যাহ, দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি ইকবাল হোসাইন, তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষক ও এনসিএফের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের শিক্ষক ও সংগঠনের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সৈয়দপুর জামে মসজিদের ইমাম ও সংগঠনের সংগীত বিষয়ক সম্পাদক ইমাম ফারাবী প্রমুখ।
আলোচনা সভায় অতিথিরা সামাজিক অবক্ষয় রোধে সুস্থ সংস্কৃতি বিকাশে মাদক, ইভটিজিং, দূর্নীতি সহ সকল ধরণের অপকর্ম বন্ধে নিজ থেকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। এসময় প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা সুরে সুরে অপকর্ম বন্ধে সবাইকে সজাগ থাকার আহবান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.