|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের লাউডোবে রুপান্তরের আয়োজন কিশোর- কিশোরীদের সুস্বাহ্য এং সুরক্ষিতপরিবেশ প্রতিষ্ঠা বিষয়ক ক্যাম্পাইন অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০১৯
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো দৈনিক বাংলার অধিকারঃ
খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোবে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্হা রুপান্তরের উদ্যোগে কিশোর- কিশোরীদের সু- স্বাহ্য ও সুরক্ষিত পরিবেশ প্রতিষ্ঠা কর্মসুচির স্কুল পর্যায়ে কিশোর - কিশোরীদের প্রজানন স্বাহ্য বিষয়ক কুইজ,কবিতা,গল্প রচনা, বিতর্ক প্রতিযোগিতা আজ শুক্রবার সকাল ১০ টারদিকে লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।দাকোপ উপজেলার ছয়টি কিশোর- কিশোরী ক্লাব এতে অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লাউডোব ইউনিয়নের পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শ্রী সরোজিত কুমার রায়। বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের প্রভাষক শ্রী হেমন্ত কুমার বৈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাকোপ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি স্বপন কুমার রায়, সাংবাদিক তুষার কান্তি দাস , বাদাতলা স্কুলের শিক্ষক চিন্ময় মিস্ত্রী,বাদামতলা স্কুলের শিক্ষক গৌতম কুমার সরদার সহ রুপান্তরের উজ্জল পাল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.