|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় আলোর মশালের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুলাই, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি॥
চাঁদপুরের কচুয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গ্রীষ্মকালীন ফল আম বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) রাতে উপজেলার কুটিয়া লক্ষীপুর আঃ ওহাব এতিমখানা, ধামালুয়া মান্নানিয়া এতিমখানা, ঘাগড়া এতিমখানা, কোয়া চাঁদপুর এতিমখানা, কড়ইয়া মধ্যপাড়া এতিমখানা এবং কড়ইয়া পূর্ব পাড়া এতিমখানার শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করেন আলোর মশালের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আলোর মশালের উপদেষ্টা ও কচুয়া কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল করিম, আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম ওরফে সায়েম মৃধা, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ফরহাদ বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক সায়েম সিহাব, রক্তদান বিষয়ক সম্পাদক শাকিল, আইন বিষয়ক সম্পাদক তানভীর হাসান, সদস্য বোরহান মিয়াজী, বোরহানউদ্দীন প্রমূখ।
ছবিঃ কচুয়ায় আলোর মশালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আম বিতরণের একাংশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.