|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা- ২০১৯-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০১৯
গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : দৈনিক বাংলার অধিকার ।
সোনাগাজীতে ১১ জুলাই, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বৃহস্পতিবার সকালে বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিনের সঞ্চলনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন আহম্মদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.