|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেবব্রত সরকার অপূর্ব নামে এক কলেজছাত্র নিহত এবং অপর একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নলডাঙ্গা উপজেলার জামতৈল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অপূর্ব উপজেলার ভূষণগাছা গ্রামের স্কুল শিক্ষক দীপেন্দ্রনাথ সরকারের ছেলে ও নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং আহত শাহীন ভূষণগাছা পূর্বপাড়ার দীন ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, একটার দিকে কলেজ ছুটি হলে অপূর্ব তার মোটরসাইকেল যোগে জামতৈল এলাকায় বিল এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে একটি কালভার্ট পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গ ধাক্কা লেগে মোটরসাইকেল সহ পানিতে পড়ে খায়। এতে অপূর্ব এবং শাহীন গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আহত শাহীনের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপূর্বর মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ময়না তদন্ত শেষে অপূর্বর স্বজনেরা মরদেহ ভূষণগাছায় তার বাড়িতে নিয়ে যায়।
নিহত কলেজছাত্র অপূর্ব’র নিহতের ঘটনায় দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক গভীর শোক ও অপূর্বর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.