|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ 'জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পাতিবার সকাল সাড়ে ১০ টায় দয়ালের মোড় নওগাঁ সরকারি গ্রন্থাগার কার্যালয় থেকে নওগাঁ জেলা প্রশাসক ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নওগাঁ সির্ভিল সার্জনে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র্যালি নেতৃত্বদেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমানের, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,
জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কুস্তরি আমিনা কুইন প্রমূখ। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে সির্ভিল সার্জন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.