|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বিরেন্দ্রনাথ পাইকের আত্নার শান্তির উদ্দ্যেশে আজ অতিথি ভোজ অনুষ্ঠান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০১৯
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো দৈনিক বাংলার অধিকারঃ
খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের উত্তর বানিশান্তা নিবাসী স্বগীয় বিরেন্দ্রনাথ পাইক গত ২০ জুন ২০১৯ খৃষ্টাব্দ বাংলা (৪ আষাড়) বৃহস্পতিবার সকাল ৬.৩৫ মিনিট সময় ইহলোকের সকল মায়ার বন্দন ছিন্ন করে দিব্যধামবাসী হয়েছেন। আজ ১০ জুলাই বুধবার তার আত্নার শান্তির উদ্দেোশে অতিথি ভোজ অনুষ্ঠান ১২.৩০ টার দিকে তার নিজস্ব বাসভবন অনুষ্ঠিত হয়।এলাকার ও বিভিন্ন এলাকা থেকে বিশিষ্ঠ জনেরা স্বগীয় বিরেন্দ্রনাথ পাইকের আত্নার চিরশান্তি ও সদগতি কামনায় অতিথি ভোজে অংশ নেয়।প্রায় পনেরো শত মানুষের উপস্হিতি লক্ষ করা যায়।বিরেন্দ্রনাথ নাথ পাইক ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যু কালে স্ত্রী, দুইপুত্র, দুই পুত্রবধু, নাতি নাতনী ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.