|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০১৯
মোঃ নজরুল ইসলাম,দিনাজপুর (সদর)প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে পাঁচ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে।
৮, জুলাই, ১৯ সোমবার দুপুর ১ টায় পশ্চিম রামনগরস্হ মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চারা গাছ বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মিনারা বেগম।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সিনিয়ন সাধারণ-সম্পাদক ও মুখ্যপাত্র মনিরুজ্জামান জুয়েল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর উপর গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে প্রধান অতিথি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযদ্ধে অংশগ্রহনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মানচিত্র লাল সবুজের পতাকা পেয়েছি। ঠিক সেভাবেই বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গঠনে অনন্য ভুমিকা পালন করে চলেছেন। তিনি আমাদের দেশকে শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিনত করবেন। সেই মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেছেন ।
আমাদেরকে তাই তার আহবানে সারা দিয়ে গাছ লাগাতে হবে। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতের সঞ্চয়ের চাবি কাঠি। শুধু গাছ লাগালেই হবে না পরিচর্যাও করতে হবে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয় উল্লেখ করে তিনি আরোও বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও ফল দেয়। বনজ গাছ বিক্রয়ে ভবিষ্যতে সঞ্চয় হয় ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার দিনাজপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার ঘোষ এর সন্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, রামনগর মহল্লা কমিটির সাধারণ-সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও দিনাজপুর বঙ্গবন্ধুর শিশু কিশোর মেলার সদস্য জয়ন্ত কুমার ঘোষ। এবং স্কুলের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুন নাহার মুক্তি, হীরা লাল রাম, সাখাওয়াত হোসেন, সফিরুল ইসলাম, রিংকু সেন, ফেরদৌসী আহমেদ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.