|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
মেলান্দহে পরকীয়া প্রেমের টানে দুই সন্তান রেখে ঘর ছাড়লেন গৃহবধূ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০১৯
জামালপুর প্রতিনিধি: জামালপুরে মেলান্দহে পরকীয়া প্রেমের টানে সন্তান রেখে ঘর ছারল গৃহবধূ দুই সন্তান রেখেই পালিয়েছে গৃহবধূ। সন্তানের মায়াকে তুচ্ছ করে প্রেমিক খালাতে ভাইয়ের সাথে বধূ রুমা পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী হরিনাই গ্রামের আব্দুল কাদের (৫০) বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
জানাগেছে, আব্দুল কাদের মাদারগঞ্জের জোনাইল গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে রুমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঘরে দুই সন্তান জন্ম নেয়। সংসার জীবনে স্বামী অসুস্থ হয়ে পড়ে। স্ত্রী রুমা ঢাকায় গার্মেন্টসে চাকরি নেয়। ৪ মার্চ গার্মেন্টসে চাকরির সুবাদে খালাতো ভাই বিপ্লব (২৫)’র সাথে পরকিয়ার টানে স্বামী-সন্তানদের রেখে চম্পট দেয়। স্বামী-সন্তানরা অনেক খুঁজাখুঁজির পর তাদের সন্ধান পায়। এ নিয়ে আদালতে মামলা দায়ের করে স্বামী।
মামলা বিচারাধিন থাকাঅবস্থায় গত ১৫ জুন রাত ৮টার দিকে স্বামী আব্দুল কাদের এবং ছেলে রাকিবুল ইসলাম (১৫) মানকি বাজার করতে যায়। খবর পেয়ে আসামী বিপ্লব ও তার কয়েক সহযোগিরা মিলে বাড়ি ফেরার
পথে নাউধারা ব্রিজের পাশে পৌঁছলে আব্দুল কাদের এবং তার ছেলে রাকিবুলকে বেধড়ক পিটুনি দিয়ে রক্তাক্ত করে। তাদের ডাক চিৎকারে পথচারিরা উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত
পিতা-পুত্র চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে স্বামী আব্দুল কাদের এবং ছেলে রাকিবুল জানান-একদিন রুমার ব্যাগে ইয়াবা পাওয়া যায়। এ নিয়ে রুমার সাথে পারিবারিকভাবে মতানৈক্য হয়। পরে জানতে পারি বিপ্লবের রুমার পরকিয়া চলছে। ওদিকে রুমা পরকিয়া এবং ইয়াব কারবারের বিষয়টি অস্বীকার করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.