|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ধান-চাল সংগ্রহে দূর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন ধান-চাল সংগ্রহে অনিয়ম-দূনীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রথম দফায় বরাদ্দকৃত ধান কৃষকের কাছ থেকে ক্রয় কার্য সম্পূর্ণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, আগামী ৭ দিনের মধ্যে লটারীর মাধ্যমে মনোনিত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় সম্পূর্ণ করতে হবে। এ ছাড়া রাণীনগরের তালিকাভূক্ত চাতাল মালিকদের কাছ থেকে চাল ক্রয় আপতত বন্ধ রেখে ক্রাসিং এর জন্য সরকারের সাথে চুক্তিবন্ধ করতেও চাতাল মালিকদের প্রতি জোর তাগিদ দেন মন্ত্রী।
গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আজ শনিবার সন্ধ্যার একটু আগে আর্কষ্মিক ভাবে নওগাঁর রাণীনগর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শনকালে একথা গুলো বলেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ, জেলা খাদ্য কর্মকর্তা জিএম ফারুক হোসেন পাটোয়ারী, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, নির্বাহী কর্মকর্তা আল মামুন, খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, গুদাম কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা/কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.