|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের উদ্যোগে কবি জাকিয়া তাবাস্সুম জুঁই এমপিকে সংবর্ধনা ও কবিদের আম, জাম উৎসব অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০১৯
মোঃ নজরুল ইসলাম, দিনাজপুর (সদর) প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার ।
৪ এপ্রিল, ১৯ বৃহস্পতিবার বিকেল ৫ টায় দিনাজপুর পশু হাসপাতাল মোড়স্হ দৈনিক নওরোজ এর আঞ্চলিক কার্যালয় ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস এর কার্যালয়ে নওরোজ সাহিত্য ও পাঠক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি কে সংবর্ধনা দেয়া হয়।
নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের সভাপতি মোঃ মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস এর উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান নওশাদ।
অনুষ্ঠানে নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের সাধারণ সম্পাদক চ্যানেল আই'র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী'র সন্চালনায় এবং দৈনিক নওরোজ এর দিনাজপুর ব্যুরো প্রধান ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস এর সম্পাদক বাবু আহমেদ বাবারা'র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক গণজাগরণ এর স্টাফ রিপোর্টার ও অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর এর সাধারণ-সম্পাদক মোঃ মিজানুর রহমান (ডোফুরা), সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস এর উপদেষ্টা মন্ডলীর সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও নির্বাহী সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক (রাজা) সহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী ও কবি-সাহিত্যিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আম ও জাম দিয়ে আপ্যায়ন করানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.