|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের দাবীতে মতবিনিময় সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০১৯
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : আড়িয়ল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবীতে শ্রীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদে মিলনায়তে অনুষ্ঠিত সভায় আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মণের প্রয়োজনীয়তা ও তাতে এই অঞ্চলের মানুষের জীবন মানেরউন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেণ বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সাবেক প্রকল্প পরিচালক ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার।
শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ তাহিয়াত হোসেন, গ্রুপ ক্যাপ্টেন (অব) খান মোঃ নজিব, উপজেলাপ পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি খলিলুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির লিটন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোকলেছুর রহমান, মোঃ আজিজুল ইসলাম, সেলিম তালুকদার, কাজী মনোয়ার হোসেন শাহদাৎ, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান মোড়ল, তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, হাঁসাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক আইয়ূব খান, ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন তালুকদার প্রমুখ।
বক্তারা পদ্মা সেতু, ঢাকা-মাওয়া মহাসড়ক ৬ লেন, রেল লাইন প্রকল্পের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে অচিরেই আড়িয়ল বিলে বিমানবন্দন নির্মাণের উদ্যোগ গ্রহনের জন্য আহবান জানান। তারা জমির ন্যায্য মূল্য, পূনর্বাসন ও মৎসজীবিদের জন্য ক্ষতিপূরণ প্রাপ্তির আশা ব্যক্ত করেণ। এই বিষয়ে আগামী ২৭ জুলাই উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ চত্তরে পরেবর্তী সভা আহবান করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.