|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলন-২০১৯ সভাপতি পদে লড়ছেন মোহাম্মদ আক্কাছ আলী (আকাশ)- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০১৯
স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সম্মেলন সভাপতি পদে লড়ছেন মোহাম্মদ আক্কাছ আলী (আকাশ)। ০৯ জুলাই ২০১৯ মঙ্গলবার মতিঝলের বিসিআইসি ভবন অডিটরিয়ামে ব্যাংকিং সেক্টরের সর্ববৃহৎ সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় দেদীপ্যমান ‘স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির ২য় দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৯ অতুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংকসহ রাষ্ট্রায়াত্ব ব্যাংকের এ সংগঠনের প্রতিদ্বন্দিতা করছেন ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাহসী ও পরিচ্ছন্ন নেতা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রতিনিধি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আক্কাছ আলী (আকাশ)। আক্কাছ আলী আকাশ বলেন- ‘আমি নির্বাচিত হলে ব্যাংকিং সেক্টরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখবো। পাশাপাশি সাধারণ ব্যাংকারদের প্রাণের দাবী সিপিএফ টু জিপিএফ রূপান্তরিতসহ সকল যৌক্তিক দাবী আদায়ে সমবিত উদ্যোগ গ্রহণ করবো এবং তা বাস্তবায়নে মুজিব আদর্শের সহযোদ্ধাদের সারথী হয়ে কাজ করে যাবো’।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.