|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রামগঞ্জে পুলিশ-ডাকাতের গোলাগুলি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার রামনগর গ্রামে বুধবার (০৩জুলাই) গভীর রাতে পুলিশ ও ডাকাতের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পুলিশ ইউনুছ প্রকাশ ইনু ডাকাত (৩৬),মোঃ কামাল হোসেন (২৯),মোঃ জসিম (২৭))বেলাল হোসেন (২৭) এবং হারুনুর রশিদকে আটক এবং ডাকাতি উপকরন উদ্ধার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে এস.আই কাউছার হোসেন সুমন বাদি হয়ে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করেছে।
সুত্রে জানায়,উপজেলার চন্ডিপুর ইউপির রামনগর গ্রামের মনির পাটোয়ারী বাড়ির বাগানে ডাকাতের একটি গ্রুপ প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এস.আই মোঃ কাউছার হোসেন সুমন সহ ৪জন পুলিশ অফিসার ও বিপুল পরিমান পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলিবর্ষন করে। পরিস্থিতি ভয়াবহ দেখে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ৫ জনকে আটক করতে সক্ষম হয়। ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিগত দিনে কয়েকটি মামলা রয়েছে।
আটকের সময় তাদের কাছে থাকা একটি এয়ারগান,২টি বড় রামদা,১টি কাছি এবং লোহা কাটার কেচি উদ্ধার করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.