|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সাপাহার থানায় যোগদান করলেন ওসি আব্দুল হাই নিউটন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর সাপাহার থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন মোঃ আব্দুল হাই নিউটন। বুধবার দুপুরে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ আনুষ্ঠানিক ভাবে নবাগত ওসি আব্দুল হাই নিউটনের কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেন।
নবাগত ওসি আব্দুল হাই ইতোপূর্বে নওগাঁ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ থাকাকালীন সৎ. সাহসী ও দক্ষ অফিসার হিসেবে সাধারন মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন। তিনি সাপাহারের মানুষেরও নিরাপত্তা ও কল্যান সাধনে কাজ করে যাবেন বলে স্থানীয়দের প্রত্যাশা।
অপরদিকে সাপাহার থানার বিদায়ী অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ নওগাঁর নিয়ামতপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন। তিনিও সাপাহারের মানুষের নিরাপত্তা ও কল্যান সাধনে কাজ করে গেছেন। নিয়ামতপুরেও তিনি তেমনটিই করবেন বলে প্রত্যাশা নিয়ামতপুরের মানুষের।
নবাগত ওসি আব্দুল হাই দায়িত্ব গ্রহণ করে আইনশৃংঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.