|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহার উপজেলা ইমপ্যাথি টিম গঠন ও আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সামাজিক সমস্যা সমাধানের জন্য ইমপ্যাথি টিম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় সদর ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষে ইমপ্যাথি টিম গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইমপ্যাথি টিমের উপজেলা সদস্যরা হলেন, নয়ন বাবু (সাংবাদিক), সোহেল চৌধুরী রানা (সাংবাদিক), আকবর আলী (সদর ইউপি চেয়ারম্যান), মহিদুল হক লিপু (সদর ইউপি সচিব), নবিবর রহমান (অব: সেনা সদস্য ও সাংবাদিক), মফিজ উদ্দীন (অব: শিক্ষক ও সাংবাদিক) জুয়েল রহমান (শিক্ষক), নাজমুল ফেরদৌস (সংগঠক), রোকসানা পারভীন (গৃহিনী ও শিক্ষার্থী), সুইটি আক্তার (শিক্ষার্থী)।
ইমপ্যাথি টিমের কাজ, এলাকার সামাজিক সমস্যা চিহ্নিত করে স্থানীয় সমাধান খুঁজে বের করা, যুবকদের স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরী করা: ভিক্ষুক পূনর্বাসন ও মাদক নির্মুলে ভূমিকা রাখা, বাল্যবিবাহ বন্ধ করা, ইফটিজিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিহত করা, নদী দখল প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা করা, দূর্নীতি প্রতিরোধ করা সহ অন্যান্য সামাজিক কাজ করা।
মুক্তিযুদ্ধের চেতনা ও অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাষী বিদ্যমান যেকোন সামাজিক সংগঠনও নিজেরা ইমপ্যাথি টিম গঠন করতে পারবে।
ইমপ্যাথি টিমের জনক নওগাঁ জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাষক ও বর্তমানে ময়মনসিং জেলা প্রশাষক মিজানুর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.