|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর নিয়ামতপুরে মডেল মসজিদ কমপ্লেক্স উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। গত মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মযদানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার আ ন ম রাশেদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) গোলাম মোস্তফা, মসজিদ কমপ্লেক্সের ঠিকাদার মনিরুজ্জামান। উদ্বোধনীর অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলার মডেল কেয়ার টেকার ইব্রাহিম খলিল। এই উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের নির্মান ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২০ লক্ষ টাকা। এতে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়, ইসলামিক কালচারাল সেন্টার, অত্যাধনিক ইসলামিক লাইব্রেরী, ইসলামিক রিসার্স সেন্টার, ইমাম-মোয়াজ্জেম প্রশিক্ষন কেন্দ্র, হাজিদের প্রশিক্ষন কেন্দ্রসহ ইসলামের যাবতীয় কার্যাবলী এখান থেকে পরিচালিত হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.