|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের ঘাটাইলে গণধর্ষণ কারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি-দৈনিক বাংলার অধিকার:-
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বকশিয়া মাদরাসার ৬ষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে গণ ধর্ষণকারীদের ফাঁসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। ২ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে তারা এই মানবন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক লোকসহ স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
উল্লেখ্য যে, গত ২১ জুন উপজেলার দশআনি বকশিয়া গ্রামে রাতে বাড়ি থেকে বের হয়ে গোপালপুর উপজেলার শাওনের বাড়িতে যাওয়ায় পথে বাড়ির পাশের ফাঁকা মাঠে নিয়ে একই গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও আঃ হামিদ ওরফে আলপিন (৪০) তাকে সংঘবন্ধভাবে ধর্ষণ করে । পরে এ ঘটনায় ২৪ জুন সোমবার ছাত্রীটির মা বিনা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় গণ ধর্ষণের মামলা করলে পুলিশ তাদের দুজনকে এই দিনই আটক করে আদালতে প্রেরন করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.