|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০১৯
রকিব হাসানঃজামালপুর প্রতিনিধিঃ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় জামালপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। আজ বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী ওয়ারেছ আলী মামুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আইনজীবী মনজুর কাদের বাবুল খান, লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, মাইন উদ্দিন বাবুল, গোলাম রব্বানী, মনোয়ার ইসলাম কর্ণেল ও শাহ্ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার গ্যাসের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছেন। তাই সরকার যে বাজেট ঘোষণা করেছেন তা নিজেদের লাভবানের জন্য করেছেন। অবিলম্বে গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর আহবান জানান বক্তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.