|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃওি বিতরন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
নান্দাইল উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১০৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তির টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। তিনি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তি দেওয়া হতো। দশ বছর পরে আজ কিন্তু দরিদ্র শব্দটা মুছে গেছে। সরকার এখন মেধাবী শিক্ষার্থীদের তাদের মেধার স্বীকৃতিস্বরূপ বৃত্তি দিয়ে আসছে। ’
তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিকে ‘না’ বলে পড়ালেখা শেষ করে মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সারুয়ার হাসান জিটু,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুকন উদ্দিন প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারুল আবেদীন খান তুহিন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে জনপ্রতি ৩৮০০ টাকা হারে বৃত্তির চেক তুলে দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.