|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
জামালপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০১৯
রকিব হাসান নয়ন জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে অন্ত:স্বত্তা ও নির্যাতনের অভিযোগে ১ জুলাই বিকেলে একই ইউনিয়নের বড়সড়া গ্রামের হায়দার আলীর ছেলে নরসুন্দর মাসুদ রানা ও তার মা ছালেহা বেগমকে বিবাদী করে সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নরসুন্দর মাসুদ রানা ওই তরুণীকে উত্যক্ত করতেন। এ থেকে রক্ষা পেতে ওই তরুণীকে অন্যত্র বিয়ে দেন তার বাবা-মা। বিয়ের পর তার শ^শুরবাড়ি এলাকায় গিয়েও তার সম্পর্কে নানা কুৎসা রটায় মাসুদ রানা। স্বামী তাকে তালাক দিলে বাবার বাড়িতে চলে আসেন ওই তরুণী। ফের মাসুদ রানা তার পেছনে লাগে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এতে তিনি অন্ত:স্বত্তা হয়ে পড়েন। বিয়ের জন্য চাপ দিলে মাসুদ রানা উল্টা তাকে ভয়ভীতি ও হুমকি দেয়। সাত মাসের অন্ত:স্বত্তা অবস্থায় ওই তরুণী গত ২৯ জুন মাসুদ রানাদের বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওই তরুণীকে নির্যাতন করে তাড়িয়ে দেন। তাকে এবং তার গর্ভের সন্তানকে হত্যা করবে বলেও হুমকি দেয় তারা। বর্তমানে ওই তরুণী নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলার অধিকারকে বলেন, প্রতারণার শিকার হয়ে অন্ত:স্বত্তা ওই তরুণীর অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.