|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে নব যোগদানকারী ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ॥ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার :
ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় গত ২৫শে জুন ২০১৯ইং অফিসার ইনচার্জ হিসাবে নব যোগদানকারী ইন্সপেক্টর মনসুর আহাম্মদ শনিবার (২৯শে জুন) সন্ধ্যায় নান্দাইলে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় বলেন, নান্দাইলে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স অব্যাহত থাকবে। তিনি সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগীতার করার আহ্বান জানান।
উপপরির্দশক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ এডভোকেট হাবিবুর রহমান ফকির, মো. ফজলুল হক ভূইয়া, আজিজুর রহমান ভূইয়া বাবুল, এনামুল হক বাবুল, কামরুজ্জামান খান গেনু, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, প্রভাষক অরবিন্দ পাল অখিল, মো. আব্দুর রাজ্জাক ভূইয়া, হান্নান মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ। সাংবাদিকরা উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আলোচনায় মাদক, জুয়া ও ইভটিজিং ইত্যাদি বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন। এসময় নান্দাইল থানার অন্যান্য অফিসারবৃন্দ এবং নান্দাইলে কর্মরত বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, অনলাইন ও প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার ৪৭জন সাংবাদিক যোগদান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.