|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে শয়নকক্ষে রোপেলা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ধর্ষনের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। নিয়ামতপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। রবিবার ( ৩০ জুন ) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পানিশাইল দিঘীর পাড়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। নিয়ামাতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর স্বামী চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। আর গৃহবধূ এবং তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে ছেলে মেয়ের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রোপেলা। সকালে মায়ের উঠতে দেরি হলে মেয়ে মাকে ডাকতে যায়। এসময় গৃহবধূ রোপেলাকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.