|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের ভূয়াপুরে লেয়ার খামারের দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
টাঙ্গাইল জেলাধীন ভূঞাপুর উপজেলার ফলদায় ঘনবসতিপূর্ন এলাকায় লেয়ার খামার নির্মাণের ফলে তার দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। সম্প্রতি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষুব্দ জনসাধারণ।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার ফলদা ইউনিয়নের ঘনবসতি ফলদা হিন্দুপাড়ায় লেয়ার খামার নির্মাণের ফলে সেটির দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে ওই গ্রামের লোকজন।
স্থানীয় বাবলু সরকার নামের প্রভাবশালী ব্যক্তি ঘনবসতি হিসেবে খ্যাত ফলদা হিন্দু পাড়ায় সারা সাউদা নামের লেয়ার খামারটি নির্মাণ করেন গত চার বছর আগে। এরপর থেকেই খামারের বিষাক্ত পানি ছড়িয়ে দূর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এছাড়া পঁচা পানি থেকে জীবন্ত পোঁকা পার্শ্ববর্তি বাড়ি ঘরে আসছে। এছাড়া মুরগির মল পাইপের মাধ্যমে রাস্তা ও পুকুরে ফেলা হচ্ছে। এতে পুকুরের মাছ মরে যাচ্ছে। গরমের মধ্যে আরো বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে ওই গ্রামের মানুষ। অনেকে আবার দূর্গন্ধে অসুস্থ্য হয়ে পড়েছে।
স্থানীয় আমজাদ হোসেন জানান, লেয়ার খামারের মলের দূর্গন্ধে অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছে। রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। মুরগির মলগুলো পুকুরে পাইপের মাধ্যমে দেয়া হচ্ছে। ফলে এলাকার মানুষ পুকুরের পানি ব্যবহার করতে পারছে না।
লেয়ার খামারের মালিক শাহাদত সরকার বাবলু জানান, এই গ্রামে আরো অনেকেই লেয়ার খামার দিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে পরিবেশের সনদপত্র ও ট্রেড লাইসেন্স নিয়েছি। মুরগির মলগুলো পাইপের মাধ্যমে দুরে ফালানো হচ্ছে। পরবর্তিতে বায়ুগ্যাস প্ল্যান্টস্থাপন করা হবে বলেও তিনি জানান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলামুর রহমান জানান, ফলদা হিন্দুপাড়ায় লেয়ার খামার নির্মাণের বিষয়ে গ্রামবাসী একটি অভিযোগ দিয়েছে। সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.