|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার শিলাস্থানে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান জামালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোর রাতে ওই বাজারের জামাল হোসেনের মুদি দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অগ্নিকান্ডে ব্যবসায়ী জামাল হোসেন,দুলাল মিয়ার মুদি-মনিহারী দোকান, আলমগীর হোসেন ও আব্দুল হান্নানের হোটেল দোকান পুড়ে নগদ টাকা,টিভি ফ্রিজ ও মালামালসহ প্রায় ১০লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন কর্মী ও এলাকাবাসী প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। অগ্নিকান্ডে দোকানের মালামাল হারিয়ে ও ঋনের টাকা পরিশোধের চিন্তায় ভেঙ্গে পড়ে ব্যবসায়ীরা । স্থানীয় ইউপি সদস্য কামরুল মজুমদার,সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: সোহাগ খান ও যুবলীগ নেতা মাসুদ রানা সহ আরো অনেকে জানান, শিলাস্থান বাজারের বৈদ্যুতিক অগ্নিকান্ডের ঘটনাটি অত্যান্ত দু:খজনক। আমরা এলাকাবাসী চার ব্যবসায়ীর দোকান পুড়ে যাওয়ার দু:খ প্রকাশ করছি। পাশাপাশি তাদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি।
ছবি : কচুয়ায় আগুনে পুড়ে যাওয়া দোকানঘর।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.