|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার রহিমানগরে ওয়ালটনের ওয়্যার হাউসের উদ্যোগে বিশাল আনন্দ র্যালী শোভাযাত্র-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০১৯
মো: মাসুদ মিয়া, কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥ আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো এ স্লোগানে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারের এল.এস, ইলেকট্রনিক্স গ্যালারীর আয়োজনে কোটি কোটি টাকা নিশ্চিত ক্যাশ ভাউচার অফার এবং ওয়ালটনের ওয়্যার হাউসের বর্নাঢ্য উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ডাক ঢোল বাজিয়ে ও বণার্ঢ্য আয়োজনে এক আনন্দ র্যালী শোভাযাত্রা বের করা হয়। আনন্দ র্যালিটি ওয়্যার হাউসের সামনে থেকে শুরু হয়ে রহিমানগর বাজারের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ওয়্যার হাউসে এসে শেষ হয়। রহিমানগর এল.এস ইলেকট্রনিক্স গ্যালারীর প্রতিষ্ঠাতা ও তরুন ব্যবসায়ী ইঞ্জি: মো: মোস্তাফিজুর রহমান লিটন বলেন- আমরা সারাদেশে ওয়ালটনের কোটি কোটি টাকা অফারের আয়োজন উপলক্ষে এ এ আনন্দ র্যালীটির আয়োজন করি। আমরা সরাসরি ওয়ালটন ফ্যাক্টরী থেকে নিজস্ব লরি দিয়ে ওয়্যার হাউসে এনে, আবার নিজেদের ফিকআফ দিয়ে সাব-ডিলার, রি-টেইলার এবং খুচরা বিক্রেতাদের কাছে মালামাল পৌছে দেই। আমাদের রহিমানগর কারখানায় ১১হাজার ফ্রিজ সংরক্ষনের সুবিধা রয়েছে। স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ী আমাদের এ অগ্রযাত্রা সামিল হওয়ার জন্য আহ্বান করছি। এসময় উপস্থিত ছিলেন-ঢাকা ওয়ালটন গ্রুপের ডেপুটি এরিয়া ব্যবস্থাপক মোঃ রায়হান ও কচুয়া উপজেলা সাব-ডিলার মোঃ আলমগীর পাটোয়ারী প্রমুখ। র্যালীতে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার কয়েক শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। কচুয়া: কচুয়ার কচুয়ার রহিমানগর বাজারের ওয়ালটনের অফার উপলক্ষে আনন্দ র্যালীর একাংশ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.