|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহারে আরো একটি বাল্য বিয়ের অভিযোগে আদিবাসী বরের জেল ও কনের মা’র জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: কয়েক ঘন্টার ব্যবধানে নওগাঁর সাপাহারে বাল্য বিয়ের অপরাধে এক আদিবাসী যুবকের (বর) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের মা’র ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র কার্যালয়ে এ রায় প্রদান করেন।
জানা গেছে, ওই দিন সন্ধ্যার দিকে উপজেলার কোচকুড়লিয়া আদিবাসী পাড়ার মঙ্গলবার অপ্রাপ্ত বয়স্কা মেয়ে মিতালী (১৪) কে বিয়ে করতে আসেন মাহাদেবপুর উপজেলার জোয়ানপুর আদিবাসী পল্লীর মৃত সোনার ছেলে ভোদল সঙ্গে বরযাত্রীরাও আসেন।
আদিবাসী পাড়ায় বাল্য বিয়ে হচ্ছে মর্মে কোন এক ব্যক্তি ৩৩৩ এ কল করলে বিষয়টি নির্বাহী অফিসার ও পুলিশ জানতে পারে। সঙ্গে সঙ্গে তারা কোচকুড়লিয়া আদিবাসী পাড়ায় অভিযান পরিচালনা করে বিয়ের আসর হতে বর ভোদল ও কনের মা’মিনতি রানিকে ধরে আনা হয় ভ্রাম্যমান আদালতে।
সেখানে বিষয়টি পর্যালচনা করে নির্বাহী ম্যাজিট্রেট কল্যান চৌধুরী বর ভোদলের ১ মাসের বিনাশ্রম কারদন্ড ও কনের মা’র কোলে ১০ মাসের বাচ্ছা থাকার কারণে তার ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য এর পূর্বে আজ বিকেলে উপজেলার কলমুডাঙ্গা গ্রামের একটি বাল্য বিয়ের অনুষ্ঠান হতে বরের মা’ ও বরের নানাকে ভ্রাম্যমান আদালতে এনে অভিভাবক হিসেবে উভয়ের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.