|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
পূর্ব বিরোধের জের ধরে ভাশুর জসিম উদ্দিন গংয়ের হামলায় আহত গৃহবধু পারুল আক্তারের সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০১৯
সোনাগাজী প্রতিনিধি :-
বাদীনি পারুল আক্তারের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আসামীগণ তার সম্পর্কে তার দেবর ভাসুর হয়। পারিবারিকভাবে সম্পত্তি ও গবাদিপশুর ভাগ ভাটোয়ারা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছেন এবং ইতিপূর্বে শালিস বৈঠক ও মামলা মোকাদ্দমা হয়ত কিন্তু আসামী গণ আইন কানুনের তোয়াক্কা করেনা । তারা সর্বশেষ ২৭শে জুন দিবাগত রাত সাড়ে বারটায় তার স্বামীর অনুপ্রস্থিতিতে কৌশলে তার ঘরের ছিটকিনি খুলে আসামীগণ ও সঙ্গীয় আনুমানিক ৫/৬ জন লোক কেউ ঘরে কেউ প্রবেশ করে, আর কেউ বাহিরে দাড়িয়ে পাহারায় থাকেন
ঘরে প্রবেশকারী আসামী গণ গৃহবধু পারুল আক্তার কে মারধর করে ও শ্লীলতাহানির চেষ্টা করে। এবং তার গলার ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও বালিশের নীচে রাখা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তাদের হুমকি ধমকি প্রদর্শন করেন। গৃহ ধুর শৌরচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য সোনাগাজী হাসপাতালে নিয়ে যান।
গৃহবধু পারুল আক্তার বাদী হয়ে ভাসুর জসিম উদ্দিন, আলাউদ্দিন ও দাউদুল ইসলাম সহ অজ্ঞাত আসামী দের নামে ২৭ শে জুন বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী মডেল থানায় অভিযোগ যার নং এস ডি আর ৮৮৯/১৯ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনি আইন অমান্যকারী দেবর ভাসুর ও তার সাঙ্গপাঙ্গদের বিচার দাবী করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.