|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের ঘাটাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
আজ ২৭ জুন বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম।
সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
এতে মাদক, বাল্য বিবাহ, যানজটসহ আইন শৃঙ্খলার নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদ সরকার, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দার আলী, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাম মামুন, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, অধ্যাপক অধীর চন্দ্র সাহা, অধ্যাপক মতিয়ুর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.