|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম’র ব্যস্ততম দিন, শাহরাস্তিতে বিভিন্ন উদ্বোধন ও চেক বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০১৯
হাসানুজ্জামান, চাঁদপুর থেকেঃ
চাঁদপুরের শাহরাস্তিতে কর্ম ব্যস্ততম দিন কাটিয়েছেন স্থানিয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। বিভিন্ন উদ্বোধন শেষে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে ঐচ্ছিক তহবীলের চেক বিতরণ করেন।
গত শুক্রবার দিন ব্যাপী সকল কর্ম শেষে সন্ধ্যায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ও জাতি অনেক দূর এগিয়েছে। শিক্ষার গুনগত মানোন্নয়ন, দারিদ্রতা বিমোচন, কর্ম সংস্থান তৈরী করণ, রাস্তা, পুল-কালভার্ট, বিদ্যুৎ সহ সর্বপরি জীবন যাত্রার মান উন্নয়নে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করেছেন। আপনাদের সমর্থন ও সহযোগিতায় তিনি আজ দেশকে বিশ্ব দ্বারে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করেছেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা
ফরিদ উল্লাহ চৌধুরী, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
মোঃ কামরুজ্জামান মিন্টু।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,উপজেলা প্রকৌশলী রেজাউনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহছান উল্লাহ্ চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.