|| ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি
বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০১৯
বগুড়া প্রতিনিধি :বগুড়া শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় চতুর্থ শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। আজ (২৬ জুন) বুধবার সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।
জানাযায়, শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সেতু তার দাদির হাত ধরে মহাসড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে সেতু ঘটনাস্থলেই নিহত হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রতন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই নিহতের পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থল থেকে কোন কিছু না পেয়ে চলে আসি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.