|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় মাংস বিক্রেতাকে জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০১৯
মো: মাসুদ মিয়া, কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে গরুর পঁচা মাংস বিক্রির দায়ে বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে। এ সময় পচা মাংস মজুদ ও বিক্রি করার দায়ে মোহাম্মদ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং পচা মাংসগুলো জব্দ করেন।
স্থানীয়রা জানান, গুতপুর গ্রামের আহসান হাবীব, মাংস বিক্রেতা মোহাম্মদ হোসেন মিয়ার কাছ থেকে মাংস কিনে বাড়িতে নেওয়ার পথে দেখা যায় মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে ওই ক্রেতা বিষয়টি সাচার পুলিশ ফাঁড়ির (এসআই) মো. মোবারক হোসেনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) রুমন দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বিক্রেতাকে জরিমানা করেন। #
কচুয়া ঃ কচুয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) রুমন দে ইনসেটে জব্দকৃত পচা মাংস।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.