|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ক্যান্সার আক্রান্ত মোঃমহবত আলী চিকিৎসার সাহায্যে এগিয়ে আসুন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০১৯
স্বপন কুমার রায়/ নিশিত রঞ্জন মিস্ত্রী:- খুলনা জেলার কয়রা-উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের ক্ষুদ্র শিল্প উদ্যোগক্তা মোঃমহবত আলী,পিতা:-মৃত ফেরাজতুল্ল্যা সরদার, দুরারাগ্য ক্যান্সারজনিত কারনে অসুস্থতায় ভুগছে।
সে বর্তমানে একজন নবীন শিল্প উদ্যোগক্তা,কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে,তার এ উদ্যোগ আজ থমকে যাওয়ার পথে।সু-চিকিৎসার মাধ্যমে তাতে সুস্ব্য করতে পারলে এ এলাকায় বহু মানুষ ডিয়ারী ফার্মের ক্ষেত্রে বহুজন উপকৃত হবে বলে স্থানীয় মানুষের দ্বাবী।
মহবত আলীর চিকিৎসার বিষয়ে খুলনা-৬ আসনের সংসদসদস্য আলহাজ্জ্ব মোঃআক্তারুজ্জামান বাবু সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.