|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরের ধাক্কায় নিহত-১, আহত ২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় ওই যুবকের সাথে থাকা মাহাবুর রহমান (৫৭) ও সুমন (৪৫) নামে আরো দুইজন আহত হয়েছেন।
সোমবার ২৪ জুন বিকেল ৫টার দিকে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন সুইচগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোয়াজ্জিম হোসেন উপজেলার মহাদিঘী গ্রামের শামসুর রহমান খাঁনের ছেলে এবং আহত মাহাবুর রহমান উপজেলার বিহারীপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ও সুমন পার্শ্ববর্তী রাণীনগর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন, মাহাবুর রহমান ও সুমন সোমবার বিকেলে রাণীনগর থেকে ব্যাটারি চার্জার চালিত ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরিদ দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর এসে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন গুরুত্বর আহত হয়।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে আহত তিন’জনকে উদ্ধার করে আত্রাই উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ সময় ট্রাক্টর চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক পালিয়ে যাওযায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ট্রাক্টরটি আটক করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.